কর্ণফুলী টানেলঃ

 

কর্ণফুলী টানেলঃ-
এক বছরের পরিসংখ্যাানঃ-
মোট যান চলাচল (১৮ অক্টোবর পর্যন্ত) - ১৩ লাখ ৯৮ হাজারটি
মোট টোল আদায় - ৩৭ কোটি ৫৮ লাখ টাকা
এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ ব্যেয় - ১৩০ কোটি টাকার বেশি
প্রতি বছর ঋণের কিস্তি - ২০৩ কোটি টাকা
ঋণ পরিশোধযোগ্যা - ৩০ কিস্তিতে।
 

 
যদি এমনটাই হয় তা হলে খুব বেশি কি জরুরী ছিল এই প্রকল্প করার জন্যদ আমাদের এই স্বল্প উন্নত দেশে?
বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক টানেল উদ্বোধন করা হয়েছে। কর্ণফুলি টানেল ২৮ অক্টোবর/২৩ ইং শনিবার টানেলটি উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকার এটির নামকরণ করেছে বঙ্গবন্ধু টানেল। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি। সরকারের মেগাপ্রকল্পগুলোর মধ্যে এটি একটি।
মোট দৈর্ঘ্য – ৯.৩৯ কিমি
মূল টানেলের দৈর্ঘ্য – ৩.৩১৫ কিমি
এপ্রোচ সড়কের দৈর্ঘ্য – ৫.৩৫ কিমি
টানেলের ধরন – দুই লেনের ডুয়েল টানেল
প্রবেশপথ – চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে।
বহির্গমন – আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে।
খরচ কত? 
 

 
২০১৬ সালের অক্টোবর মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। ২০২০ সালের নভেম্বরে উদ্বোধনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারিসহ কয়েক দফায় পেছায় প্রকল্প শেষের সময়। সাথে বাড়ে ব্যয়ও।
প্রাথমিকভাবে যেটা সাড়ে ৮ হাজার কোটির কিছুটা কম ছিল সেটা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লক্ষ টাকায়।
এর মাঝে বাংলাদেশ ব্যয় করছে ৪ হাজার ৬১৯ কোটি ৭০ লাখ এবং চীনের ঋণ ৬ হাজার ৭০ কোটি টাকা।
এই টানের প্রকল্পের ভেতরেই ‘সার্ভিস এরিয়া’ বলতে একটি বিশেষ অংশের কাজ চলছে। সেখানে থাকবে-
• ৩০ টি বাংলো
• একটি ভিআইপি বাংলো
• মোটেল মেস
• হেলথ সেন্টার, মাঠ, টেনিস কোর্ট
• কনভেনশন সেন্টার
• জাদুঘর
• সুইমিং পুল
• মসজিদ
• হেলিপ্যাড
টোল কত?
এই টানেলের টোল ভাড়া প্রকাশ করা হয়েছে যা গাড়ি ভেদে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত হবে। বড় যানবাহনের ক্ষেত্রে চাকার সাথে একটি অংশ থাকে এক্সল যেটায় আসলে গাড়ি কতটা প্রশস্ত সেটা নির্ধারণ হয়। এই এক্সলের উপরেও ভাড়া নির্ভর করবে।
• কার, জীপ, পিকআপ – ২০০ টাকা
• মাইক্রোবাস - ২৫০ টাকা
• বাস (৩১ আসন বা এর কম) – ৩০০ টাকা
• বাস (৩২ আসন বা এর বেশি) – ৪০০ টাকা
• বাস (৩ এক্সল) – ৫০০ টাকা
• ট্রাক (৫ টন পর্যন্ত) – ৪০০ টাকা
• ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) – ৫০০ টাকা
• ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) – ৬০০ টাকা
• ট্রাক/ট্রেইলার (৩ এক্সল) – ৮০০ টাকা
• ট্রাক/ট্রেইলার (৪ এক্সল) - ১০০০ টাকা
• ট্রাক/ট্রেইলার (৪ এক্সলের অধিক) - ১০০০ টাকা + প্রতি এক্সল ২০০ টাকা।
এই টানেল কি শুধু বিশ্ববাসিকে দেখানোর জন‌্য?
জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন?


Comments

Popular posts from this blog

আমরা সুন্দর সমাজ চাই।

দেশের তরুনরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়?

We want a beautiful society.